thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

সিরাজগঞ্জে ৪ নারী জেএমবির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

২০১৭ জানুয়ারি ১৮ ১৮:৪২:৪৩
সিরাজগঞ্জে ৪ নারী জেএমবির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সিরাজগঞ্জে আটক নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীনের (জেএমবি) ৪ নারী সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন আদালতে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জেএমবির ৪ নারী সদস্যের উপস্থিতিতে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন বিচারক জাফরোল হাসান।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএমবির ৪ নারী সদস্য হলেন- নাদিরা খাতুন তাবাজ্জুম (৩০), হাবিবা আক্তার মিশু (১৮), রুনা বেগম (১৯) ও রোমানা আক্তার (২১)।

বুধবার সকালে জেএমবির ৪ নারী সদস্যকে কঠোর নিরাপত্তার মধ্যে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ জুলাই রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ জেএমবি’র এই ৪ নারী সদস্যকে আটক করে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) বাদি হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/জানুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর