thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

পঞ্চগড়ে ৪ ফার্মেসিকে জরিমানা

২০১৭ জানুয়ারি ১৮ ২০:০৮:৫০
পঞ্চগড়ে ৪ ফার্মেসিকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বাজারে ৪টি ফার্মেসিকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় বাজারে র‌্যাব-১৩ নীলফামারী কোম্পানির ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও র‌্যাব সদরের ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মেয়াদ উত্তীর্ণ, অবৈধ ওষুধ এবং ডিএআর নম্বরবিহীন ওষুধ রাখায় পঞ্চগড় বাজারের সাজু ড্রাগ হাউজকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তার মালিককে ৩ মাসের কারাদণ্ড, সাহেরা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তার মালিককে ৩ মাসের কারাদণ্ড, সাজু ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তার মালিককে ৩ মাসের কারাদণ্ড ও ইসলাম ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তার মালিককে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

পরে সুহৃদ মেডিক্যাল স্টোরসহ আরও কিছু প্রতিষ্ঠান থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন র‌্যাব-১৩ নীলফামারীর কোম্পানি কমান্ডার মেজর খুরশিদ আনোয়ার উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এপি/এনআই/জানুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর