thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

চাকায় হাওয়া দেওয়ার সময় ট্যাংক বিস্ফোরণে নিহত ১

২০১৭ জানুয়ারি ১৮ ২১:৩৫:০৯
চাকায় হাওয়া দেওয়ার সময় ট্যাংক বিস্ফোরণে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি : সিরাজদিখানে ভলকানাইজিং দোকানের গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় ট্যাংক বিস্ফোরণে একজন নিহত এবং একজন আহত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) মফিজ ইঞ্জিনিয়ারি ওয়ার্কসপ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, রশুনিয়া গ্রামের ইজিবাইক চালক শাহিন (৪০) গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় ট্যাংক বিস্ফোরণ হয়। এ সময় শাহিন ও পথচারী ইছাপুরা গ্রামের টেংগুরিয়া পাড়ার ফজলুল করিম (৫৫) গুরুতর আহত হয়। ফজলুল করিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে একজন গাড়ির চাকায় হাওয়া দেওয়ার একপর্যায়ে বিকট শব্দে হাওয়ার ট্যাংক বিস্ফোরিত হয়ে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং আশপাশের লোক আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/জানুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর