thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

আল-কায়েদার দায় স্বীকার

মালিতে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ৬০

২০১৭ জানুয়ারি ১৯ ১১:৪৩:০১
মালিতে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ৬০

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর মালির একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলায় অন্তত ৬০ সেনা নিহত ও ১১৫ জন আহত হয়েছে। আল-কায়েদা এ হামলার দায় স্বীকার করেছে।

ভয়েস অব আমেরিকার এক খবরে জানানো হয়, মালির গাও সেনা ক্যাম্পের কাছে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি থেকে ওই হামলা ঘটে।

বিস্ফোরণের আগে সেনাঘাঁটির একটি অংশে হামলাকারীরা আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

মালির পররাষ্ট্রমন্ত্রী আব্দোলায়ে দিওপ ঐ হামলাকে কাপুরুষোচিত জঘন্য হামলা বলে মন্তব্য করেন। নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালে ইসলামী জঙ্গিগোষ্ঠী মালির উত্তরাঞ্চলের মরুভূমি এলাকা দখলে নেওয়ার পর থেকেই সেখানে সহিংসতা চলছে। এর পরের বছর, ফরাসি সেনারা ওই এলাকায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে। তবে ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই হামলা ও অপহরণের ঘটনা ঘটছে।

গত বছরের জুলাইয়ে মালির মধ্যঞ্চলীয় শহর নাম্পালার একটি সামরিক ঘাঁটিতে হামলায় ১৭ সেনা নিহত ও ৩০ জন আহত হয়।

(দ্য রিপোর্ট/এস/এনআই/জানুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর