thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ নয়, শ্লীলতাহানি হয়েছে’

২০১৭ জানুয়ারি ১৯ ১৩:০৩:৩৯
‘কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ নয়, শ্লীলতাহানি হয়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : কুমিল্লা জেলার বাঙ্গরা থানায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদন দিয়েছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বৃহস্পতিবার এফিডেভিট আকারে দাখিলকৃত পুলিশ প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় এজাহারে নাম থাকা পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তা ছাড়া ভুক্তভোগীর জবানবন্দিতে এসেছে ধর্ষণ নয়, এখানে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।

পুলিশের দাখিলকৃত প্রতিবেদনটি আগামী রবিবার (২২ জানুয়ারি) হাইকোর্টে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

‘কুমিল্লার বাঙ্গরা : বোনকে ধর্ষণ ভাইকে কোপ থানায় সালিশ’ এমন শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে ঘটনায় অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে ধর্ষণের মতো আপোস অযোগ্য অভিযোগ সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।

গ্রেফতার বিষয়ে অগ্রগতি আগামী ১৯ জানুয়ারির মধ্যে জানাতে কুমিল্লার পুলিশ সুপার ও বাঙ্গরা থানার ওসিকে জানাতে বলা হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার এই পুলিশ প্রতিবেদনটি জমা দেওয়া হয়। আদালত সেদিনই এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে গত ৭ জানুয়ারি ‘কুমিল্লার বাঙ্গরা : বোনকে ধর্ষণ ভাইকে কোপ থানায় সালিশ’ শিরোনামে দৈনিক কালেরকণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান নজরে আনলে এই আদেশ দেন আদালত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বোনকে ধর্ষণের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়েছে বখাটে যুবক। পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে। পুলিশ গত ছয় দিনেও কোনো ব্যবস্থা নেয়নি। শনিবার কুমিল্লার বাঙ্গরা থানায় এ নিয়ে সালিশ বসার কথা রয়েছে। আইন অনুযায়ী এ ধরনের ঘটনা সালিশে মীমাংসা করা যায় না।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২৩ ডিসেম্বর গ্রামের পাশে একটি ব্রিক ফিল্ডে প্রতিবন্ধী মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে প্রতিবেশী নজরুল (৩০)। সে ওই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে। এ সময় স্থানীয় কয়েক যুবক বখাটে নজরুলকে হাতেনাতে ধরে। কিন্তু প্রভাবশালী হওয়ায় তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি।

(দ্য রিপোর্ট/কেআই/এম/এস/এনআই/জানুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর