thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

মাসুম রেজার ‘সুরগাঁও’-এ আমন্ত্রণ

২০১৭ জানুয়ারি ১৯ ১৬:১৫:৫০
মাসুম রেজার ‘সুরগাঁও’-এ আমন্ত্রণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার মঞ্চে ১৬ বছর পর নাটক নির্দেশনা দিচ্ছেন মাসুম রেজা। দেশ নাটকের প্রযোজনায় ‘সুরগাঁও’ নামের নাটকটি শুক্রবার(২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে। নাটকটি দেখার জন্য এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে নাট্যাঙ্গনে। কেউ কেউ অগ্রিম টিকিট বুকিং দিয়ে রেখেছেন।

মাসুম রেজা জানান, মোট ২৩টি চরিত্র নিয়েই সুরগাঁও। চরিত্রগুলোর নামগুলোও অন্য রকম—আসমান, ওষ্ঠকালা, বাঁশিবুড়ি, পানাই, রাকেপ, বহাই, মুজলি বেগম, ইন্দ্রমুখী, আসমান, সুহি, কাবিলের মতো সব চরিত্র।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল দেশ নাটকের ২২তম প্রযোজনা হতে যাচ্ছে সুরগাঁও। আর ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো নির্দেশনায় দেখা যাবে মাসুম রেজাকে। এর আগে ২০০০ সালে নিত্য পুরান নির্দেশনা দিয়েছিলেন। সেই নাটকটি এখনো নাট্যাঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হয়।

মাসুম রেজা অবশ্য নিজেকে নির্দেশক পরিচয়ের না দিয়ে, নাট্যকার পরিচয় দিতেই স্বাচ্ছন্দবোধ করেন। মাসুম রেজা বলেন, ‘সুরগাঁও একটি নাট্যকার নির্দেশিত নাটক’।

নাট্যকার মাসুম রেজা এরই মধ্যে অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। নিত্যপুরাণ ছাড়াও মঞ্চে তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হল, নাট্যকেন্দ্রের ‘আরজ চরিতামৃত’, থিয়েটার বেইলী রোড-এর ‘কুহকজাল’, থিয়েটার সেন্টার-এর ‘শামুকবাস’, পদাতিক নাট্য সংসদের ‘জলবালিকা’।

অনেক বছর পর নাট্যকার এবং নির্দেশক মাসুম রেজাকে একসঙ্গে পাওয়া যাবে ঢাকার মঞ্চে। এ নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি বিভিন্ন দলের নাট্যকর্মীরাও অপেক্ষার প্রহর গুনছে। এখন মঞ্চে দেখার অপেক্ষা নাট্যকার মাসুম রেজা নির্দেশিত নাটক ‘সুরগাঁও’।

(দ্য রিপোর্ট/পিএস/জানুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর