thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

পুরান ঢাকায় গুলি করে টাকা ছিনতাই

২০১৭ জানুয়ারি ১৯ ১৮:০৩:১৪
পুরান ঢাকায় গুলি করে টাকা ছিনতাই

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকারনবাবপুর বনগ্রাম এলাকায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। সে বর্তমানে উত্তর মুগদায় থাকে। তিনি বনানী এবিসি গ্রুপে পার্সেস অফিসার হিসাবে কর্মরত।

আহত হারুন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, নবাবপুর এলাকায় কিছু দোকানদার তার কাছে টাকা পায়। সেই টাকা পরিশোধ করতে দুপুরে অফিস থেকে টাকা নিয়ে সেখানে পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে বাম পায়ের ঊরুতে গুলি করে তার কাছে থাকা টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে দেয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, বর্তমানে সে চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/এপি/জানুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর