thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবো?’

২০১৭ জানুয়ারি ১৯ ২০:২৮:৩৮
‘আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবো?’

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌরসভার ১০নং ওয়ার্ডের মুন্সিরহাট গ্রামের জরিনা খাতুনের বয়স ৯০ বছর। স্বামী মারা গেছেন কত বছর হলো সঠিক হিসাব মনে নেই তার। অনুমান করে বলেন, ৩০ বছর আগে হবে হয়তো। স্বামী মারা যাওয়ার পর জরিনা খাতুন মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বয়সের ভারে অনেক আগেই কর্মশক্তি হারিয়েছেন। তাই অনেকটা অনাহারে-অর্ধাহারে দিন কাটে এই বৃদ্ধার। অথচ এখনও তার কপালে জোটেনি বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার কার্ড।

বৃদ্ধা জরিনার প্রশ্ন ‘আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবো? খেয়ে পরে বেঁচে থাকার জন্য শুধু একটা বয়স্ক ভাতার কার্ড চাই।’

ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর ও মেয়রদের কাছে অনেক ধর্না দিয়েছেন একটি বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ডের জন্য। কিন্তু পাননি তিনি।

নব্বোইর্ধ্ব এই বৃদ্ধা আক্ষেপ করে বলেন, ঘুরতে ঘুরতে সেন্ডেল খয় হয়ে গেছে তারপরও একটি কার্ড কেউ দেয়নি। এখন আমি অসুস্থ, চলতে পারি না। আমার ছেলেকে বারবার পৌরসভা, ডিসি অফিসে পাঠিয়েও কোন কাজ হয়নি।’

এ ব্যাপারে স্থানীয়রা জানান, বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার কার্ড হলেও অন্তত কিছুটা চলতে পারতো জরিনা খাতুন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/জানুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর