thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কুবিতে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষক সমিতির

২০১৭ জানুয়ারি ১৯ ২১:৪৭:২০
কুবিতে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষক সমিতির

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তারিক হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দেওয়া ছয় দফা দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় রবিবার থেকে সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষক সমিতি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে ৬টি দাবির বিষয়ে জানা যায়। দাবিগুলো হলো- ১৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বাসায় পরিকল্পিত হামলার দ্রুত রহস্য উদঘাটন করে হামলাকারী ও তার মদদদাতাদের গ্রেফতার ও বিচার করা, তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত ইংরেজি বিভাগের শিক্ষক এমএম শরীফুল করিমকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে শিক্ষকদের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্তকরণ, বিভিন্ন ঘটনায় বিতর্কিত প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীনকে সকল ধরনের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়া, উপাচার্যের উপস্থিতিতে শিক্ষক নেতাদের লাঞ্ছনাকারী অধ্যাপক ড. সৈয়দুর রহমানকে আইকিউএসি থেকে অপসারণ ও উক্ত ঘটনার বিচার করা, পয়লা আগস্টে ঘটে যাওয়া খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

দ্রুত দাবি গুলো আদায় না হলে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অটল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যলয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। তাদের দাবিগুলো অযৌক্তিক। তারা উপাচার্যের শেষ বছরে বিভিন্ন অন্যায় দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/এনআই/জানুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর