thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

দাঁতে পোকা হওয়া, সম্পূর্ণ ভুল ধারণা

২০১৭ জানুয়ারি ২০ ১২:৫২:৪২
দাঁতে পোকা হওয়া, সম্পূর্ণ ভুল ধারণা

দ্য রিপোর্ট ডেস্ক : বিভিন্ন রোগ ও চিকিৎসার ব্যাপারে আমাদের অনেক ভুল ধারণা ও কুসংস্কার রয়েছে। এমনি একটি রোগ হচ্ছে দাঁতে পোকা হওয়া। আমাদের দেশে অনেকেই বিশ্বাস করেন, দাঁত ক্ষয় মানেই পোকার সৃষ্টি। এ বিশ্বাসের মূলে রয়েছে বিভিন্ন কুসংস্কার। এটি সম্পূর্ণ ভুল ধারণা। দাঁতে কখনোই পোকা হওয়ার সম্ভাবনা থাকে না।

তবে দাঁতে ক্ষয় হওয়ার কারণ জেনে নিই-

দাঁতে পোকা হওয়ার বিশ্বাসটি আসলে কুসংস্কার ছাড়া আর কিছুই না। দাঁতে যে ক্ষয় হয় তার প্রধান কারণ হল ‘জীবাণু প্রলেপ’। খাদ্য কণা, মুখে অবস্থিত বিভিন্ন প্রকার জীবাণু, মুখের শ্লৈষ্মিক ঝিল্লি থেকে ইপিথেলিয়াল কোষ এবং লালা থেকে মিউসিন ইত্যাদি সংযুক্ত হয়ে জীবাণু প্রলেপ তৈরি করে। এই প্রলেপ দাঁতের কোণায় আঠার মত লেগে থাকে। পরে আস্তে আস্তে এটি দাঁত ক্ষয়ের সৃষ্টি হয়। দাঁত ক্ষয় হলে সেখানে কিছু গর্তের সৃষ্টি হয়। সেটা দেখলেই মনে হয় কোনো ধরনের পোকা খেয়েছে।

এছাড়াও নিয়মিত ২ বেলা ব্রাশ না করলে দাঁত ক্ষয়ের সমস্যা দেখা দেয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/জানুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর