thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

দ্বিতীয় দিনে সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড

২০১৭ জানুয়ারি ২১ ০৯:৪৯:৫৮
দ্বিতীয় দিনে সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলায় নিউজিল্যান্ড সুবিধাজনক অবস্থানে রয়েছে। স্বাগতিকরা ৪ উইকেট হারিয়ে ৬০ ওভারে ২২৩ রান সংগ্রহ করেছে। এখন উইকেটে রয়েছেন হেনরি নিকোলাস (৩৭) এবং মিচেল স্যান্টনার (১৭)।

এর আগে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে শুক্রবার (২০ জানুয়ারি) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। এটাই বাংলাদেশের এই সফরে শেষ ম্যাচ। ওয়ানডে ও টি২০ সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। এখন টেস্ট সিরিজেও প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে কেন উইলিয়ামসনের দল। টেস্টের প্রথম দিনে বাংলাদেশ সব উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৮৪.৩ ওভারে সংগ্রহ করেছে ২৮৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ ব্যাট করছিলেন কিউই ব্যাটসম্যানরা। দলীয় ৪৫ রানে জিত রাভালে উইকেটটি হারানোর পর ২ রানের ব্যবধানেই অধিনায়ক কেন উইলিয়ামসনও ফিরেন সাজঘরে। তবে এরপর বেশ ভালোভাবেই দলে হাল ধরেন টম ল্যাথাম এবং রস টেইলর। দলে ১০৬ রান যোগ করার পর ল্যাথাম বিদায় নিলে এ জুটি ভাঙে। ল্যাথাম ১১টি চারের মারে ৬৮ রানে ফিরেছেন।

এরপর বাংলাদেশের জন্য টেইলর বিপজ্জনক হয়ে ‍উঠলে তাকে ফিরিয়ে দলে স্বস্তি ফেরান মেহেদী হাসান মিরাজ। টেইলর মিরাজের বলে ব্যক্তিগত ৭৭ রানে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন।

টাইগারদের হয়ে কামরুল ইসলাম রাব্বি ২টি এবং তাসকিন আহমেদ ও মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর