thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

৪ রানে ৩ উইকেট নিলেন সাকিব

২০১৭ জানুয়ারি ২১ ১১:৪১:৪৯
৪ রানে ৩ উইকেট নিলেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিকরা ভালোই এগিয়ে যাচ্ছিল। ৪ উইকেটে আড়াই শ’ রান করে ফেলেছিল তারা। বাংলাদেশকে লিড দেওয়ার পথেই হাঁটছিল কেন উইলিয়ামসনের দল। তবে এ যাত্রায় বাদ সাধে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি মাত্র ৪ রানের ব্যবধানেই তুলে নেন ৩টি উইকেট।

কিউইদের হয়ে পঞ্চম উইকেট জুটিতে হেনরি নিকোলাস আর মিচেল স্যান্টনার জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। ৭৫ রানের জুটি গড়ে তোলেন এ দু’জনে। বাংলাদেশের জন্য এ জুটি আশঙ্কা হয়েই দেখা দিয়েছিল। এ সময়ই বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সাকিব। তার আঘাতে হঠাৎই বিপর্যস্ত হয়ে উঠে কিউই শিবির। মাত্র ৪ রানের ব্যবধানেই ৩টি উইকেট তুলে নেন সাকিব।

স্যান্টনারকে ২৯ রানে এলবিডব্লিউয়ের শিকার করে সাজঘরে ফেরান সাকিব। এরপর বিজে ওয়াটলিং (১) এবং কলিন ডি গ্র্যান্ডহোমকে রানের খাতা খোলার আগেই বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান। তবে নিকোলাস এখনও ৫৬ রানে অপরাজিত রয়েছেন। পরে বৃষ্টির কারণে দিন শেষ হওয়ার আগেই খেলা শেষের ঘোষণা দেওয়া হয়।

দ্বিতীয় দিন শেষে সাকিবের বোলিং ফিগার দাঁড়িয়েছে ৭-০-৩২-৩। অর্থাৎ ৭ ওভার বল করে ৩২ রান খরচে ৩টি উইকেটে নিয়েছেন তিনি।

আর দ্বিতীয় দিন শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ২৬০ রান।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর