thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কেন ভেঙে যায় সম্পর্ক?

২০১৭ জানুয়ারি ২১ ১৫:১৬:১৮
কেন ভেঙে যায় সম্পর্ক?

দ্য রিপোর্ট ডেস্ক : সম্পর্কের ধরণ স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন হতে পারে। যে সম্পর্ক নিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার সঠিক যত্ন করাটাও খুব জরুরি। আজকাল কাছের সেই সম্পর্কগুলো খুব সহজে এবং অযথাই ভেঙে যেতে দেখা যায়।

বহুদিনের সম্পর্ক হঠাৎই একদিনে শেষ হয়ে যায়। যারা একে–অপরকে ছাড়া থাকতে পারত না। তারাই তখন মাসের পর মাস কথা না বলে কাটিয়ে দেয়।

সম্পর্ক ভাঙার পিছনে কয়েকটি কারণ দায়ী। সময়মতো খেয়াল করে সেই কারণগুলোকে দূরে সরিয়ে দিলেই বেঁচে যেতে পারে সম্পর্ক।

জেনে নিন সেই পাঁচ কারণ—

নিজের মতো করে সম্পর্কে জড়ান

সম্পর্কে জড়ানোর সময় অনেকের মধ্যেই কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সঙ্গীর পছন্দের সঙ্গে মানিয়ে নিতে অনেকেই এটা করেন। কিন্তু সম্পর্কের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগের মতো হয়ে গেলেই সমস্যা। তখনই দু’‌জনের মধ্যে অশান্তির সূত্রপাত হতে পারে। যা পরবর্তীকালে সম্পর্ক ভাঙার দিকে নিয়ে যেতে পারে। তাই নিজে যে রকম সে রকমভাবেই সম্পর্কে যাওয়া উচিত।

বিশ্বাস ও সৎ থাকতে হবে

একে অপরের ওপর বিশ্বাস এবং সৎ থাকাটা একটি সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু সম্পর্কের মধ্যে সততা এবং বিশ্বাস যখন মিলিয়ে যায়, তখন সেটি ভেঙে যেতে বাধ্য।

সঙ্গীকে বাহবা দিন

প্রথম দিকে সঙ্গীর প্রতিটি কাজে আপনি বাহবা জানাতেন। কিন্তু ধীরে ধীরে সেটির পরিমাণ কমে গেলে, তার মনে রাগ জন্মাবেই। আর তা নিয়ে মাঝেমধ্যেই অশান্তির সৃষ্টি হবে। পরে যা সম্পর্কে ভাঙন ধরাতে ইন্ধন জোগাবেই।

দু’জনের ভিন্ন পরিকল্পনা

আপনার হয়তো ভবিষ্যত পরিকল্পনা এক, আর আপনার সঙ্গীর আরেক। তাহলে মনে রাখবেন, সেক্ষেত্রে সম্পর্কে ভাঙন ধরার যথেষ্ট সুযোগ থাকে। যদিও ব্যতিক্রম অবশ্যই আছে।

সময় দিন

আগে অনেক সময় দিতেন, ধৈর্য ধরে কথাও শুনতেন। কিন্তু এখন আর সেটা করতে পারেন না। তাহলে কিন্তু সমস্যা আসবে সম্পর্কে। এই ঝামেলা এড়াতে নিজেদের মধ্যে কথা বলুন। মনোমালিন্য দূর করার চেষ্টা করুন।

(দ্য রিপোর্ট/এফএস/জানুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর