thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রাজধানীতে অটোরিক্সার ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত

২০১৭ জানুয়ারি ২১ ১৬:০৯:২৪
রাজধানীতে অটোরিক্সার ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় রাসেল (১২) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাবুনগাঁও গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। সে গাজিপুর সদর শিমুলতলি এলাকায় ভাড়া থাকত।

নিহতের বাবা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাসেল স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়াশুনা করত। সকালে তার দাদা আ. হামিদের সাথে গাজীপুর থেকে উত্তরা কামারপাড়া তার ফুফুর বাসায় আসার কথা। সেখান থেকে টঙ্গী ইস্তেমায় যাওয়ার কথা ছিল। উত্তরা ১০ নম্বর সেক্টরে ২১নং রোডে রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া দ্য রিপোর্টকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, অটোরিক্সাচালক দুলাল মিয়া ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পে আটক আছে।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/জানুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর