thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

শহীদ মিনারে ডিজিটাল উদ্যোক্তা ফোরামের আমরণ অনশন শুরু

২০১৭ জানুয়ারি ২১ ১৬:৪৯:৩২
শহীদ মিনারে ডিজিটাল উদ্যোক্তা ফোরামের আমরণ অনশন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুই দফা দাবি আদায়েআমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম।

শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অনশন শুরু করেন। সারাদেশ থেকে প্রায় তিন হাজার সদস্য এতে অংশ নিয়েছেন।

এর আগে গত ১০ ডিসেম্বর রাজধানীর প্রেস ক্লাবের সামনে সমাবেশের পর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল। কিন্তু সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি কিছুদিন স্থগিত ছিল। তবে দাবি আদায়ে শনিবার থেকে আবারও আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।

ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের দুই দফা দাবি হচ্ছে-চাকরি স্থায়ীকরণ ও জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তকরণ। দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ফোরামের নেতারা।

ফোরামের সভাপতি মো. হাসিম উদ্দিন বলেন, চার হাজার ৫৪৭টি ডিজিটাল সেন্টারে ৯ হাজার ৯৪ জন উদ্যোক্তা কাজ করেন। আমরা ইতোমধ্যে দফায় দফায় আন্দোলন করেও সরকাররে সংশ্লষ্টিদের কোনো আশ্বাস পাইনি। তাই হাজারো পরিবারের কথা বিবেচনা করে আমরা আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে অনশন পালনে পুলিশ তাদেরকে বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

(দ্য রিপোর্ট/এমএইচ/এস/এমএইচএ/জানুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর