thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সাভারে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করলেন শিক্ষক

২০১৭ জানুয়ারি ২১ ২০:৩৮:১৯
সাভারে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করলেন শিক্ষক

সাভার প্রতিনিধি : একদিন ক্লাসে অনুপস্থিত থাকায় সাভারে মাদ্রাসার এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় অবস্থিত হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় মোরছালিন (১৪) নামের ওই ছাত্রকে পিটিয়ে আগত করেন মাদ্রাসার শিক্ষক আব্দুল কাশেম।

গুরুতর আহতাবস্থায় মোরছালিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরছালিন মোগড়াকান্দা এলাকার সফুর উদ্দিন আহমেদের ছেলে। সে স্থানীয় হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় কিতাব বিভাগে পড়াশুনা করে।

মোরছালিন জানায়, শুক্রবার অসুস্থ্যতার কারণে মাদ্রাসায় অনুপস্থিত থেকে শনিবার সকালে প্রতিদিনের মতো সে মাদ্রাসায় যায়। এ সময় মাদ্রাসার শিক্ষক আব্দুল কাসেম তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সারা শরীরে মারের দাগ নিয়ে ব্যাথার যন্ত্রাণায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।

এদিকে মাদ্রাসা শিক্ষকের নির্মম নির্যাতনের বিষয়টি এলাকায় জানাজানি হওয়ায় অন্যান্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভাকুর্তা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত শিক্ষক পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এস/জানুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর