thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ঘরের মাঠে লিভারপুলের হার

২০১৭ জানুয়ারি ২১ ২২:৩২:৪৩
ঘরের মাঠে লিভারপুলের হার

দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ২২ তম ম্যাচে ঘরের মাঠেই হেরেছে লিভারপুল। শনিবার(২১ জানুয়ারি) রাতে ৩-২ গোলে তারা হেরেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সোয়ানসি সিটি কাছে। এতে অবশ্য পয়েন্ট টেবিলে আপাতত পরিবর্তন আসেনি তৃতীয় স্থানে থাকা লিভারপুলের।

এদিন নিজেদের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য কেটে যায় জার্গেন ক্লপের শিষ্যদের। বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটে স্বাগতিকদের পিছনে ফেলে লিড নেয় সোয়ানসি। দলের পক্ষে গোল করেন স্প্যানিশ তারকা ফার্নান্দো লোরেন্তে। এর মিনিট চারেক পরই ম্যাচের ৫২তম মিনিটে আবারো লিভারপুলের জালে বল জড়িয়ে নিজের সঙ্গে দলের দ্বিতীয় গোলটি করেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এতেই ২-০তে এগিয়ে যায় সোয়ানসি।

এর ৩ মিনিট পরেই ম্যাচের ৫৫ মিনিটে লিভারপুলের হয়ে গোল ব্যবধান কমান রবার্তো ফিরমিনো। অবশ্য এদিন স্বাগতিকদের দ্বিতীয় গোলটিও আসে এই লিভারপুলের এই তারকার পা থেকে। পরের গোলটি তিনি করেন ম্যাচের ৬৯ মিনিটে। ৭৪ মিনিটে সোয়ানসির হয়ে জয়সূচক এদিনের শেষ গোলটি করেন সিগার্ডসন। ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৩-২ এ। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

এই হারের পরও টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। এদিকে এক ম্যাচ কম খেলা চেলসি সর্বোচ্চ ৫২ পয়েন্ট নিয়ে রয়েছে সবার শীর্ষে।

(দ্য রিপোর্ট/এজে/জানুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর