thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

শিরোপা দেওয়া হলো শাপেকোয়েন্সকে

২০১৭ জানুয়ারি ২২ ১৫:৪৩:০৪
শিরোপা দেওয়া হলো শাপেকোয়েন্সকে

দ্য রিপোর্ট ডেস্ক : আবেগঘন এক পরিবেশই তৈরি হয়েছিল গত শনিবার ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েন্সের মাঠে। দুই মাস আগেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্লাবটি ১৯ জন ফুটবলারকে হারিয়েছে। মাত্র ৩ জন ফিরে এসেছিল মৃত্যুর মুখ থেকে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া তিন খেলোয়াড়কে শনিবার (২১ জানুয়ারি) ম্যাচ শুরুর আগে অ্যারেনা কোন্দায় নিয়ে আসা হয়। এরপর কোপা সুদামেরিকানার শিরোপা তুলে দেওয়া হয় শাপেকোয়েন্সকে। বেঁচে ফেরা তিন খেলোয়াড় তুলে ধরেন কোপা সুদামেরিকানা ট্রফি। সবচেয়ে আবেগময় মুহূর্ত তৈরি হয়েছিল তখনই।

হুইলচেয়ারে বসা জ্যাকসন ফোলম্যান প্রথমে ট্রফিটা উঁচু করে ধরলেন, তার ডান পা কৃত্রিমভাবে লাগানো। প্রায় ১০ ঘণ্টা বিমানের ধ্বংসস্তুপে থাকা ডিফেন্ডার নেতো ২০ হাজার ভক্তের সামনে ট্রফি দেখাতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি। কাদলেন উইঙ্গার অ্যালান রুশেলও। পদক নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারও।

কোপা সুদামেরিকানার ফাইনাল ম্যাচটি খেলতে কলম্বিয়া যাওয়ার পথে শাপেকোয়েন্স ক্লাবের সদস্যদের বহনকারী বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। যেখানে ক্লাবটির ১৯ জন ফুটবলারই মৃত্যুবরণ করেন। এক সঙ্গে একটি ক্লাবের এতজন ফুটবলারের মৃত্যুতে পুরো ফুটবল বিশ্বেই শোক নেমে আসে।

(দ্য রিপোর্ট/এনপিএস/জানুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর