thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বিএফইউজে-ডিইউজের বিবৃতি

সাংবাদিক সিদ্দিকুরকে মামলা থেকে অব্যাহতি দিন

২০১৭ জানুয়ারি ২২ ১৭:৪৭:৩৬
সাংবাদিক সিদ্দিকুরকে মামলা থেকে অব্যাহতি দিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত প্রধান প্রতিবেদক সিদ্দিকুর রহমানকে হয়রানিমূলক হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রবিবার (২২ জানুয়ারি) ডিইউজে’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সিদ্দিকুরকে হয়রানিমূলকভাবে হত্যা মামলার আসামি করায় তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘পারিবারিক জের ধরে বরগুনার আমতলী থানায় সাংবাদিক সিদ্দিকুর রহমানকে হত্যা মামলার আসামি করে পুলিশ অদক্ষতার পরিচয় দিয়েছে।’

নেতারা অবিলম্বে এ মামলা থেকে সিদ্দিকুর রহমানকে অব্যাহিত দেওয়ার পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, ‘পারিবারিক জের ধরে সিদ্দিকুর রহমান ও তার পরিবারকে একটি মহল দীর্ঘদিন ধরে হয়রানি ও নির্যাতন করে আসছে। দেশের একজন নাগরিকের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ।’

বিবৃতিতে নেতারা সিদ্দিকুর রহমানকে অযথা ও অযৌক্তিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। তাকে মামলা থেকে অব্যাহিত দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, ‘অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে নিতে হবে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/জানুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর