thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কাদেরের সঙ্গে রাষ্ট্রপতির যোগসাজস আছে কী-না প্রশ্ন ফখরুলের

২০১৭ জানুয়ারি ২২ ১৮:৫০:২৮
কাদেরের সঙ্গে রাষ্ট্রপতির যোগসাজস আছে কী-না প্রশ্ন ফখরুলের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাবেক বিচারপতি কেএম হাসানের নাম সার্চ কমিটিতে রাষ্ট্রপতির কাছে বিএনপির প্রস্তাব করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর সেগুনবাগিচায় রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় ওবায়দুল কাদের বক্তব্যের জবাব দেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথা বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আমরা (বিএনপি) নাকি বিতর্কিত বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাব করে এসেছি, সার্চ কমিটিতে আহ্বায়ক হিসেবে। এটা সবৈব মিথ্যা। আর আমার প্রশ্ন তাহলে কী রাষ্ট্রপতির সঙ্গে ওবায়দুল কাদের সাহেব ও আওয়ামী লীগের সঙ্গে যোগসাজস আছে? বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন, সেই কথাগুলো তাদের সঙ্গে আলোচনা করে তিনি (রাষ্ট্রপতি) কী সার্চ কমিটি গঠন করবেন? এই কথার উত্তর আমরা ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে চাই।’

তিনি বলেন, ‘তাহলে কী রাষ্ট্রপতি তাদের (আওয়ামী লীগ) সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করবেন! তাই যদি হয়, তাহলে সার্চ কমিটি গঠনের প্রয়োজন নেই।’

এর আগে রবিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ ২০ নং ওয়ার্ড (সাবেক ৫৬) যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নতুন নতুন আবদার নিয়ে আসছে। এটা তাদের মামা বাড়ির আবদার। বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের ইচ্ছায় নির্বাচন কমিশন গঠন করা হলে তা গ্রহণযোগ্য হবে না। খালেদা জিয়া আপনি যে আজিজ মার্কা (এম এ আজিজ) নির্বাচন কমিশন গঠন করেছিলেন সেই আজিজ কী বিএনপি দলের লোক ছিলেন না! আপনি রাষ্ট্রপতির কাছে কেএম হাসানের নাম প্রস্তাব করেছেন, সেই হাসান সাহেব বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। কোনটা নিরপেক্ষ! এটা কী নিরপেক্ষ?’ বিএনপি সাপোর্টার হলে তা কী পক্ষ না নিরপেক্ষ এমন প্রশ্নও রাখেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘ওয়াবদুল কাদের সাহেব যা বলছেন, তার এই বক্তব্য সবৈব মিথ্যা। তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। এই ধরনের সার্চ কমিটি দেশের মানুষ কখনোই মেনে নিবে না।আবার সেই আওয়ামী লীগের বশংবদ কোনো নির্বাচন কমিশন ও সার্চ কমিটি দেওয়া হয় তাহলে, সেই সার্চ কমিটি ও নির্বাচন কমিশন এদেশের মানুষ কখনোই মেনে নিবে না।’

‘লেখক, প্রকাশক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের নিয়ে দ্বিতীয় গ্রন্থ আড্ডা’ শীর্ষক আলোচনার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারে সভাপতি আবদুস সালাম। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/জানুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর