thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

২০১৭ জানুয়ারি ২২ ২১:১২:২২
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : সফরকারী পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। রবিবার (২২ জানুয়ারি) পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে তারা জয় পেয়েছে ৮৬ রানে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৩৫৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১৩০ রান করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ১১৯ বলের এই ইনংসে তিনি খেলেন ১১টি চার আর দুটি ছক্কার মার। আর এই রান তোলার আগে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার।

অন্যান্যের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ৭৮, ট্রেভিস হেড ৫১ ও অধিনায়ক স্মিথ করেছেন ৪৯ রান।

পাকিস্তানের পক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন পেসার হাসান আলী। প্রথমবারের মতো তিনি তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। এছাড়া একটি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির।

জয়ের জন্যে ৩৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে ২৬৭ রানে গুটিয়ে যায় পাক শিবির। দলের পক্ষে পাকিস্তান ওপেনার শারজিল খান করেছেন ইনিংস সর্বোচ্চ ৭৪ রান। ৪৭ বলের এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১০টি চার ও ৩টি ছক্কা। এছাড়া সোয়েব মালিক ৪৭ আর মোহাম্মদ হাফিজ করেছেন ৪০ রান।

স্বাগতিকদের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পা। আর দুটি উইকেট নিয়েছেন ট্রেভিস হেড।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জানুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর