thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ট্রাম্পবিরোধী আন্দোলনে প্রিয়াঙ্কার সমর্থন

২০১৭ জানুয়ারি ২৩ ১৪:৩২:৫৮
ট্রাম্পবিরোধী আন্দোলনে প্রিয়াঙ্কার সমর্থন

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির জনগণ। রাজপথে এই আন্দোলনে দেখা গেছে হলিউডের অনেক তারকাকেও। এবার ট্রাম্পবিরোধী আন্দোলনে সমর্থন জানালেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা বলেন, ‘শারীরিক অসুস্থতার জন্য শান্তিপ্রিয় ট্রাম্পবিরোধী আন্দোলনে অংশ নিতে পারছি না। তবে এই আন্দোলনে আমার সমর্থন রয়েছে।’

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা এখন যুক্তরাষ্ট্রেই বেশি থাকছেন। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র পর হলিউড সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। একাধিক হলিউড সিনেমায় অভিনয় করার ব্যাপারেও কথা হচ্ছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ট্রাম্পবিরোধী প্রতিবাদ। এই আন্দোলনে সামনের সারিতে রয়েছেন দেশটির নারীরা।

নির্বাচনী প্রচারের সময় নারীদের নিয়ে ট্রাম্পের মন্তব‌্য ব‌্যাপকভাবে সমালোচিত হয়। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও দেশটিতে ট্রাম্পবিরোধীদের সংখ্যায় বেশি।

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/জানুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর