thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

ডিএসইতে ৬ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

২০১৭ জানুয়ারি ২৩ ১৫:৫৭:২০
ডিএসইতে ৬ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোমবার (২৩ জানুয়ারি) দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ বছরের মধ্যে সর্বোচ্চ আর্থিক লেনদেন হয়েছে। একইসঙ্গে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সও ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠে গেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ২ হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ২০১০ সালের ৭ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ। এ হিসাবে মঙ্গলবারের লেনদেন প্রায় বিগত ৬ বছর দেড় মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ২ হাজার ৭১০ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছিল। আর একই বছরের ৫ ডিসেম্বর শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ ৩ হাজার ২৪৯ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়।

সোমবার ডিএসইর মূল্যসূচক ডিএসইএক্স ৬৬.৯৫ পয়েন্ট বেড়ে ৫৬৬৯.৮০ পয়েন্টে দাড়িয়েছে। যা ৪ বছরের যাত্রার সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে এ সূচক।

ডিএসইতে ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টি বা ৪৯ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আর ১৪২টি বা ৪৩ শতাংশ কোম্পানির দর কমেছে এবং ২৭টি বা ৮ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো’র শেয়ার। এদিন কোম্পানির ৬৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের ৬২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইসলামি ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে-লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, এবি ব্যাংক, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, সিটি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪০.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৬৪৬.৪১ পয়েন্টে। এদিন সিএসইতে ১১৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩০টি’র, কমেছে ১১৬টি’র এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টি’র।

(দ্য রিপোর্ট/আরএ/জানুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর