thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বাংলা একাডেমি পুরস্কার পেলেন ৭ জন

২০১৭ জানুয়ারি ২৩ ১৭:০৪:১০
বাংলা একাডেমি পুরস্কার পেলেন ৭ জন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬’ ঘোষণা করেছে বাংলা একাডেমি। এ বছর পুরস্কার পাচ্ছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৭ জন বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও শিক্ষাবিদ।

একাডেমির সভাকক্ষে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান৷ এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ও পরিচালকবৃন্দ।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন— কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে- শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায়- মোরশেদ শফিউল হাসান, অনুবাদ সাহিত্যে- ড. নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে- এম এ হাসান, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনীতে- নুরজাহান বোস এবং শিশুসাহিত্যে- রাশেদ রউফ। নাটক ও বিজ্ঞানবিষয়ক লেখায় যোগ্য কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক।

আগামী পয়লা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/জানুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর