thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ব্যর্থতায় অনুতপ্ত তামিম

২০১৭ জানুয়ারি ২৩ ১৭:১১:৩৬
ব্যর্থতায় অনুতপ্ত তামিম

দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচটিতে অধিনায়কের দায়িত্বে ছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আরন্তাজাতিক ম্যাচে এটাই তার অধিনায়কত্বের ম্যাচ ছিল। তার সামনে নিজেকে প্রমাণ করর এক দারুণ সুযোগই ছিল। তবে তেমনটি হয়নি। ম্যাচটিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। তার চেয়ে বাজে ছিল তামিমের ব্যাটিং পারফরম্যান্স।

নিজের এমন পারফরম্যান্সে খুবই হতাশ তামিম। ম্যাচের হারের সকল দায়ভার তিনি নিজের কাঁধেই তুলে নিলেন। তামিম এ প্রসঙ্গে বলেন, ‘আমি অধিনায়ক ছিলাম। ভালোভাবে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। অধিনায়ক তো শুধু নামে নয়, আমার ব্যাটিং দিয়ে নেতৃত্ব দিতে পারতাম। যেভাবে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছি, দলের নেতা বাকিদের কাছে ভারো কোন বার্তা যায়নি।’

তিনি আরও বলেন, ‘নিজের কথা যদি বলি, পুরো সিরিজে এ রকম কোনো ইনিংস ছিল না যেখানে আমি বিন্দুমাত্র সমস্যায় পড়েছি। অনায়াসে খেলছিলাম, কিন্তু সেটাকে পুঁজি করে বড় ইনিংস করতে পারিনি। আমার প্রতি দলের যে প্রত্যাশা, কিংবা আমি নিজেও নিজের প্রতি যে প্রত্যাশা করি, তাতে হতাশ হয়েছি। এত অনায়াসে খেলেও সেটাকে পুঁজি করতে না পারাটা ক্রাইম। আমি সেই অপরাধে অপরাধী।

তিনি আরও যোগ করেন, ‘যেভাবে আউট হয়েছি-রাবিশ। আমার উচিত ছিল বাজে বলের জন্য অপেক্ষা করা। সেখান থেকে রান তোলা। দীর্ঘ সময় ব্যাট করা। আমাকে নিয়ে বড় জুটি গড়ে তুলতে পারলে চিত্রটা অন্যরকম হতে পারত। আমি পুরো দায় নিচ্ছি। আমিই শুরুটা করেছিলাম। আমি ওই শটটা না খেললে কঠিন পথটা বেছে নিতে পারলে ম্যাচ অন্য রকম হতো। তবে আমরা সহজ পথে হেঁটেছি। কঠোর পরিশ্রম করতে চাইনি। তেমনটাই মনে হয়েছে। এমন পরিস্থিতিতে নেতার কাছ থেকে সতীর্থরা আশা করে সামনে থেকে পথ দেখাবে। আমি তা পারিনি।’

(দ্য রিপোর্ট/এনপিএস/জানুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর