thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

কুষ্টিয়ায় ৬জন গুলিবিদ্ধের ঘটনায় মামলা

২০১৭ জানুয়ারি ২৩ ২০:৫৭:৪৫
কুষ্টিয়ায় ৬জন গুলিবিদ্ধের ঘটনায় মামলা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ‍৬ জন গুলিবিদ্ধের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) পুলিশ বাদী হয়ে শর্টগান ও গুলিসহ আটক আব্দুস ছালামকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে এবং পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ বাদী হয়ে আটক আব্দুস ছালামসহ মোট ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে দ্বিতীয় মামলাটি দায়ের করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির মামলার কথা স্বীকার করে জানান, এ ঘটনার একদিন পরও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে যাতে আর কোন সংঘর্ষের ঘটনা না ঘটে এজন্য ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পিয়ারপুর ইউনিয়নের কামালপুরে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বাজার কমিটি ও গাছতলা গ্রামবাসীর মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত ৬জন গুলিবিদ্ধ হয়।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/জানুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর