thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

দ্বিতীয়বারের মতো অ্যালান বোর্ডার পুরস্কার ওয়ার্নারের

২০১৭ জানুয়ারি ২৪ ১০:৪০:৪৮
দ্বিতীয়বারের মতো অ্যালান বোর্ডার পুরস্কার ওয়ার্নারের

দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। গত বছর তার ব্যাট থেকে সাতটি সেঞ্চুরি এসেছে। ওয়ার্নারের ক্যারিয়ারের স্বর্ণযুগই বলা যায় সময়টাকে। তারই ফলস্বরূপ তিনি টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া ক্রিকেটের বর্ষসেরা পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল জিতে নিয়েছেন। এছাড়া দেশটির সেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন তিনি।

গত বছর সব ধরনের ফরম্যাটেই ওয়ার্নার ছিলেন উজ্জ্বল। সব ধরনের প্রতিযোগিতায় তিনি মোট ২ হাজার ৪২০ রান করেছিলেন। গত বছরের এমন পারফরম্যান্সেই তিনি দ্বিতীয়বারের মতো জিতে নিলেন অ্যালান বোর্ডার মেডেলটি।

অস্ট্রেলিয়ার চতুর্থ ক্রিকেটার হিসেবে টানা দু’বার বর্ষসেরার খেতাব অর্জন করলেন। এর আগে এ কৃতিত্ব অর্জন করেছিলেন রিকি পন্টিং, শেন ওয়াটসন ও মাইকেল ক্লার্ক।

এছাড়া টেস্টে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটি নিজের করে নিয়েছেন মিচেল স্টার্ক। টি২০-এর বর্ষসেরার পুরস্কারটি পেয়েছেন শেন ওয়াটসন। আর নারী বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মেগ ল্যানিং।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর