thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

অনেকদিন পর একসঙ্গে মঞ্চে

২০১৭ জানুয়ারি ২৬ ১৬:২৯:১৪
অনেকদিন পর একসঙ্গে মঞ্চে

পাভেল রহমান, দ্য রিপোর্ট : অনেকদিন পর একসঙ্গে মঞ্চে অভিনয় করবেন ফখরুল বাসার মাসুম, মিলি বাসার, ইউসুফ খসরু, সুভাশিষ ভৌমিক, মিলু চৌধুরী, রোজী সিদ্দিকী, এহসানুর রহমান, ফারজানা চুমকি। ঢাকা থিয়েটারের নতুন নাটকে দেখা যাবে তাদের।

মঞ্চে আসছে ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘আওয়ার কান্ট্রিস গুড’। অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক থমাস কেনেলির দ্য প্লেমেকার উপন্যাস অবলম্বনে এই নাটকটি লিখেছেন ব্রিটিশ নাট্যকার টিম্বারলেক ওয়ের্টেনবেকার। বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নাটকটির নির্দেশনা দিচ্ছেন হুমায়ুন কবির হিমু।

রাজধানী সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। পরদিন ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাটকটির আরও একটি প্রদর্শনী হবে। এটি ঢাকা থিয়েটারের ৪৬ তম প্রযোজনা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, ফখরুল বাসার মাসুম, মিলি বাসার, ইউসুফ খসরু, সুভাশিষ ভৌমিক, মিলু চৌধুরী, রোজী সিদ্দিকী, এহসানুর রহমান, মাহমুদুর রহমান শুভ, তাহমিদা মাহমুদ নার্গিস্‌, সেতু ফাল্গুনী, বদরুজ্জামান বাদল, ফারজানা চুমকি, সাইদ রিংকু, তারিকুল ইসলাম লিটন, মোস্তফা রতন, সাজ্জাদূর সাজ, শরীফ হাসান চৌধুরী সউদ, শাহাজাদা সম্রাট চৌধুরী, অনিক ইসলাম, রহিম সুমন প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/জানুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর