thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই

২০১৭ ফেব্রুয়ারি ০১ ১৬:৫৩:২৫
আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই

দ্য রিপোর্ট ডেস্ক : আবু আব্দুল্লাহ তারেক ইবনে উশায়েম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)কে বলতে শুনেছি : যে ব্যক্তি বলে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ্‌ নাই, হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল এবং আল্লাহ ছাড়া অন্য যেসব বস্তুর পূজা করা হয় সে সেগুলোকে অস্বীকার করে, তার জান, মাল নিরাপদ হয়ে গেল, আর তার হিসাব মহান আল্লাহর উপর সমর্পিত। ইমাম মুসলিম হাদীসটি রিওয়ায়েত করেছেন।

ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন : আমি ততক্ষণ পর্যন্ত লোকদের বিরুদ্ধে সংগ্রাম করতে (আল্লাহর পক্ষ থেকে) আদিষ্ট, যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ্‌ নাই এবং হজরত মুহাম্মদ আল্লাহর রাসূল, আর তারা নামায কায়েম করবে ও যাকাত আদায় করবে। তারা এগুলো করলে তাদের রক্ত ও সম্পদ আমার কাছ থেকে নিরাপদ করে নিল। তবে ইসলামের হক (অপরাধের শাস্তি) তাদের উপর থাকবে। আর তাদের প্রকৃত ফয়সালা আল্লাহ তাআলার উপর সমর্পিত। (বুখারী ও মুসলিম)।

(দ্য রিপোর্ট/এনআই/ফেব্রুয়ারি ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর