thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

না ফেরার দেশে প্রবীণ অ্যাথলেট ডলি ক্যাথরিন

২০১৭ ফেব্রুয়ারি ০৪ ১৯:১৪:৫২
না ফেরার দেশে প্রবীণ অ্যাথলেট ডলি ক্যাথরিন

দ্য রিপোর্ট ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত প্রবীণ অ্যাথলেট ডলি ক্যাথরিন ক্রুজ। শনিবার সকাল ৬টায় রাজধানীর তেজতুরী বাজারের নিজ বাসভনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

এদিন বিকেলেই তেজগাঁও ক্যাথলিক চার্চে সমাহিত করা হয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাবেক এই সহসভাপতিকে। এর আগে দুপরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। যেখানে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন মহিলা সংস্থার সভানেত্রী রাফিয়া আখতার ডলি ও সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা।

ব্যক্তিজীবনে ডলি ছিলেন চীর কুমারী। ১৯৫৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত অ্যাথলেটিকস ছাড়া বাংলাদেশের জাতীয় অনেক খেলায় অংশ নিয়েছিলেন তিনি। যার মধ্যে সাইক্লিং, হকি, ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার উল্লেখযোগ্য। যেখানে তাঁর অর্জণ ছিল ৫০টিরও বেশি স্বর্ণপদক।

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর