thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮, ৭ আষাঢ় ১৪২৫,  ৬ শাওয়াল ১৪৩৯

দেখুন ‘ফিফটি শেডস ডার্কার’র টাইটেল ট্র্যাক

২০১৭ ফেব্রুয়ারি ০৬ ১৭:০৪:২৯
দেখুন ‘ফিফটি শেডস ডার্কার’র টাইটেল ট্র্যাক

দ্য রিপোর্ট ডেস্ক : ‘ফিফটি শেডস অফ গ্রে’ প্রেম থেকে যৌনতার ভয়ঙ্কর রোমাঞ্চ দিয়ে ঝড় তুলেছিল বক্স অফিসে। ২০১৫ সালে সেই ছবিটির দ্বিতীয় পর্ব মুক্তি পাচ্ছে এ বছর। ‘ফিফটি শেডস ডার্কার’ এর ট্রেলার এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।

‘ফিফটি শেডস অফ গ্রে’ ছবিতে গাওয়া বিয়ন্সের গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। দ্বিতীয় পর্ব ‘ফিফটি শেডস ডার্কার’র টাইটেল ট্র্যাক গেয়েছেন টেইলর সুইফ্ট ও জায়ান মালিক।

পপতারকা জুটির ‘আই ডোন্ট ওয়ান লিভ ফরেভার’ গানটি শোনার পর ভক্তদের একটাই প্রতিক্রিয়া, ‘উষ্ণ ও আকর্ষণীয়’।

দুই তারকাই আলাদা করে গানের অ্যাকয়িস্টিক ভার্সন লঞ্চ করেছেন। গানের মিউজিক ও শব্দ, শ্রোতাকে অন্য জগতে নিয়ে যাবে বলে দাবি করেছেন পরিচালক। গভীর থেকে খুঁজে আনবে অন্য মুড।

নিচে রইল সেই ভিডিও—

(দ্য রিপোর্ট/এফএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে