thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সোস্যাল ইসলামী ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ

২০১৭ ফেব্রুয়ারি ০৭ ১৩:০৬:৫১
সোস্যাল ইসলামী ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ

দ্য রিপোর্ট ডেস্ক : সোস্যাল ইসলামী ব্যাংক নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘প্রবেশনারি অফিসার’ পদে এ নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

ব্যাংক ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর (এমবিএম), যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়াবলিতে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাজীবনের সব ক্ষেত্রের ফল মিলিয়ে ন্যূনতম মোট ১০ পয়েন্ট থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুটি প্রথম বিভাগ বা সিজিপিএ ৩ থাকতে হবে। তবে কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।

বয়স

প্রার্থীর বয়স ২০১৭ সালের ৩১ জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের প্রথম এক বছরের শিক্ষানবিশকালীন বেতন হবে প্রতি মাসে ৪০ হাজার টাকা। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে নিয়োগপ্রাপ্তদের ‘সিনিয়র অফিসার’ পদে পদোন্নতি দেওয়া হবে এবং ব্যাংকের বেতন-ক্রম অনুসারে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সোশ্যাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইট (www.siblbd.com) থেকে অনলাইনে নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন শেষে প্রার্থীদের অনলাইনে পূরণকৃত আবেদন ফরমটি প্রিন্ট করে প্রার্থীর শিক্ষাজীবনের সব সনদের অনুলিপিসহ ‘সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, এসআইবিএল, করপোরেট অফিস, সিটি সেন্টার, ৯০/১ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ৯ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

(দ্য রিপোর্ট/আফ/এম/এনআই/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর