thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ভারতে বিটিভির সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে : তথ্যমন্ত্রী

২০১৭ ফেব্রুয়ারি ০৮ ২১:১৩:২৫
ভারতে বিটিভির সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে : তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভির অনুষ্ঠান প্রতিবেশী দেশ ভারতে প্রচারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দূরদর্শন এর একটি চ্যানেলে ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান প্রচারের বিষয়ে তার সম্মতি পাওয়া গেছে। সেই অনুযায়ী দূরদর্শন ও বিটিভির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত ঢাকা-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সদস্য সালমা ইসলামের প্রশ্নের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানিয়েছেন। এদিন বিকেল সাড়ে ৪ টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।

হাসানুল হক ইনু বলেছেন, ‘বিটিভি চ্যানেলের বিষয়ে ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটররা এই বিষয়ে আগ্রহী হচ্ছেন না। বিষয়টি ভারতের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তোলা হয়েছে।’

এ ছাড়া বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর টিভি চ্যানেলগুলো যেন সহজে ভারতে সম্প্রচার করা যায়, সে লক্ষ্যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্ক ফোরামে উত্থাপনের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

অন্যদিকে, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে অনলাইন গণমাধ্যমের পুর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই।

তিনি বলেছেন, ‘বর্তমানে অনলাইন ভিত্তিক পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন রেডিওর পুর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নাই। অনলাইনভিত্তিক গণমাধ্যমের নিবন্ধনের আওতায় আনার জন্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হয়। তবে এ পর্যন্ত ১৯২৫টি অনলাইন পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন রেডিওর আবেদন পাওয়া গেছে।’

এ সময় তথ্য অধিদপ্তরের মাধ্যমে আবেদনকৃত ১,৭৩১টি অনলাইন পত্রিকা নিবন্ধনের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, ‘তথ্য মন্ত্রণালয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। নীতিমালা প্রণীত হলে সকল অনলাইনভিত্তিক গণমাধ্যম বাধ্যতামূলক নিবন্ধন কার্যক্রমের মধ্যে আসবে। এর ফলে অনলাইনভিত্তিক গণমাধ্যমের সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব হবে।’

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘নবগঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের নাম তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/কেএ/জেডটি/ফেব্রুয়ারি ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর