thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ জুন ২০১৮, ১২ আষাঢ় ১৪২৫,  ১০ শাওয়াল ১৪৩৯

মেয়ের ছবি প্রকাশ করলেন শাহিদ

২০১৭ ফেব্রুয়ারি ০৯ ১৪:১২:২৬
মেয়ের ছবি প্রকাশ করলেন শাহিদ

দ্য রিপোর্ট ডেস্ক : মিশার প্রথম ছবি সর্বসমক্ষে আনলেন বাবা শাহিদ কাপুর। নিজের ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন তিনি। ছবিতে মিশার সঙ্গে মীরাকে দেখা গেছে। ক্যাপশনে শাহিদ লিখেছেন, “হ্যালো ওয়ার্ল্ড”

দিন দুই আগে একটি ইভেন্টে শাহিদ কাপুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কেন মিশার ছবি প্রকাশ করছেন না? উত্তরে শাহিদ জানান, আপনারা খুব শিগগিরই মিশাকে দেখতে পাবেন। আমি মিশার ছবি পৃথিবীকে দেখানোর জন্য একটি বিশেষ উপলক্ষ খুঁজছি।

তারপরেই শাহিদ জানান, এ মাসে তার জন্মদিনের দিনই তিনি হয়ত মিশার ছবি পোস্ট করবেন। শাহিদের জন্মদিন ২৫ ফেব্রুয়ারি। এখনও বেশি দেরি। কিন্তু ফ্যানেদের ততদিন অপেক্ষা করতে হল না। তার আগেই মিশার ছবি পোস্ট করে দিলেন শাহিদ।

শাহিদ কাপুর এখন রঙ্গুনের প্রোমোশনে ব্যস্ত। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত ও সাইফ আলি খান। ছবিটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ।

(দ্য রিপোর্ট/এফএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে