thereport24.com
ঢাকা, রবিবার, ২২ এপ্রিল ২০১৮, ৯ বৈশাখ ১৪২৫,  34 রজব ১৪৩৯

‘টিভি নাটকের হারানো জৌলস ফিরিয়ে আনতে চাই’

২০১৭ ফেব্রুয়ারি ০৯ ১৫:২২:১৯
‘টিভি নাটকের হারানো জৌলস ফিরিয়ে আনতে চাই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : টিভি নাটকের একসময়ের প্রিয় মুখ সেলিম মাহবুব। নব্বইয়ের দশকে বিটিভির প্যাকেজ নাটকের জনপ্রিয় শিল্পী তিনি। মাঝে প্রায় দেড় দশক টিভি নাটকে দেখা যায় নি এই অভিনেতাকে। টিভি নাটক থেকে দূরে থাকলেও অভিনয় থেকে দূরে থাকেন নি। থিয়েটার আর্ট ইউনিটের হয়ে মঞ্চে নিয়মিত অভিনয় করেন সেলিম মাহবুব।

মঞ্চে কোর্ট মার্শাল নাটকে সেলিম মাহবুবের অভিনয় দারুণ মুগ্ধ করে দর্শকদের। নাটকটিতে মেজর মাহমুদ নামের একটি চরিত্রে অভিনয় করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে গতকাল (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটকটির প্রদর্শনীতে সেলিম মাহবুবের অভিনয়ে মুগ্ধ হয়েছেন প্রায় ৪ হাজার দর্শক।

জাবি ক্যাম্পাসে কোর্ট মার্শাল নাটকের মঞ্চায়নের পর কথা হয় সেলিম মাহবুবের সঙ্গে। তিনি বলেন, ‘কোর্ট মার্শাল নাটকে অভিনয় করে যে ভালোবাসা পেয়েছি তার ঋণ তো শুধবার নয়। আর টিভি অভিনয় খুব মিস করি। টিভি নাটকে আবার অভিনয় করবো।’

সেলিম জানালেন মাঝে প্রায় দেড় দশক টিভি অভিনয় থেকে দূরে থাকার কারণ। তিনি বলেন, ২০০১ সালের পর টিভি নাটকে অভিনয় করা হয় নি। কারণ ব্যবসায় ব্যস্ত থাকতে হয়েছে। তৈরি পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত আমি। বস্ত্রখাতের শীর্ষ প্রতিষ্ঠান বিকেএমইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি।’

মাঝের দীর্ঘ বিরতি থাকলেও দর্শক ভুলে নি সেলিম মাহবুবকে। এখনো রাস্তায় অনেকেই দেখিয়ে বলেন ইনি সেলিম মাহবুব না? কেউ কেউ তার সঙ্গে ছবি তুলতেও ব্যস্ত হয়ে যান। সেলিম মাহবুবও হাসিমুখে সবার সঙ্গে কথা বলেন, ছবি তুলেন।

সেলিম মাহবুব বলেন, ‘সারাজীবন তো শিল্পী হওয়ার চেষ্টাই করছি। তারকা তো হতে চাই নি। আমার গুরু এস এম সোলায়মান শিখিয়েছেন শিল্পী হওয়ার সাধনার পথ। মানুষ থেকে দূরে গিয়ে তারকা হওয়া যায়, শিল্পী হওয়া যায় না।’

সেলিম মাহবুব এখন মঞ্চে নিয়মিত অভিনয় করছেন কোর্ট মার্শাল, গোলাপজান, ছায়াচক্র, মর্ষকাম, সময়ের প্রয়োজনে, আমিনা সুন্দরী, নাটকে। অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীত পরিকল্পক হিসেবে কাজ করছেন।

এদিকে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে কার্যমনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন সেলিম মাহবুব। আগামীকাল ১০ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেলিম মাহবুব বলেন, ‘দীর্ঘ দিনের থিয়েটারের অভিজ্ঞতা এবং ব্যবসায়িক সংগঠনে যুক্ত থাকার অভিজ্ঞতা দিয়ে অভিনয়শিল্পীদের কল্যানে কাজ করতে চাই। বাংলা টিভি নাটকের হারানো জৌলস ফিরিয়ে আনতে চাই। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছি। এবার নিশ্চয় ভালো কিছু হবে।’

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে