thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

এক্সিম ও শাহজালাল ব্যাংকের বন্ড অনুমোদন

২০১৭ ফেব্রুয়ারি ০৯ ১৭:৪১:১৬
এক্সিম ও শাহজালাল ব্যাংকের বন্ড অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : এক্সিম ব্যাংক ও শাহজালাল ইসলামি ব্যাংকের মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ৫৯৭তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এক্সিম ব্যাংক ও শাহজালাল ইসলামি ব্যাংক উভয়ই ৭ বছর মেয়াদি বন্ড ইস্যু করবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান দুটি ৪০০ কোটি টাকার করে ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। ব্যাংক দুটির বৈশিষ্ট নন-কনভার্টঅ্যাবল ও মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড।

এই দুই ব্যাংকের বন্ড শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, কর্পোরট হাউজ, অ্যাসেট ম্যানেজম্যান্ট ও মিউচ্যুয়াল ফান্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। তবে সাধারন বিনিয়োগকারীরাও এক্সিম ব্যাংকের বন্ড কিনতে পারবেন।

ব্যাংক দুটি টায়ার-২ শর্ত পরিপালনের লক্ষে এই বন্ড ইস্যু করবে। আর বন্ড দুটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এদিকে এক্সিম ব্যাংক ও শাহজালাল ইসলামি ব্যাংকে ম্যান্ডাটেড লীড অ্যারেঞ্জার হিসাবে স্ট্যান্ড্যার্ড চার্টার্ড ব্যাংক এবং ট্রাস্টি হিসাবে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স দায়িত্ব পালন করছে।

(দ্য রিপোর্ট/আরএ/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর