thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

সোহেল রহমান-এর দুটি কবিতা

২০১৭ ফেব্রুয়ারি ০৯ ১৯:৩৪:০৯
সোহেল রহমান-এর দুটি কবিতা

না-মিত্র, না-শত্রু

তুমি কি নির্বাক শুধু তাকিয়ে থাকবে,
প্রশস্ত ললাট খানি ভ্রু-কুঞ্চিত করে চেয়ে দেখবে কেবল
সবুজের ঝরে যাওয়া?
বেশ, তাই দেখো তুমি; দেখো-
প্রচন্ড এ শীতে শুধু এতটুকু উষ্ণতার জন্য
নিজেকে কেমন পুড়ে নিঃশেষ করে দেই -

ভালবাসা না হোক,
তুণ থেকে ছুঁড়ে তো মারতে পারো বিষমাখা তীর-
না কি তাতেও কষ্ট পাও!
তবে কি ঘৃণার অতি গভীরেও থাকে ছিঁটেফোটা প্রেম?


কাঁটা তারের ভেতর আমার প্রসারিত হাত রক্তাক্ত হয়ে ফিরে আসে
আর কেউ না জানুক, আমি তো জানি-
তোমার কঠোর ওই চাহনীতে ছুঁয়ে আছে অশ্রু!
তবে কি ভালবাসার মতো, ভাল না-বাসতে পারারও কষ্ট থাকে?


এসব প্রশ্নের সহি জবাব আমার জানা নেই।
শুধু জানি, জীবনের দহনে পুড়ে পুড়ে
একদিন ঠিক জেনে নেবে তুমি-
ভালবাসা, প্রায়শ্চিত্ত করার মতো পাপ নয়।

একদিন নিশীথে


আজি এ নিশীথে
আমি এসেছি যে
তব দুয়ারে,
করে মুখ অন্ধকার
বন্ধ করবে কি দ্বার
ফিরিয়ে কি দেবে আমারে?
খুঁজে পাবে না তো আর
হারালে আমায় একবার
রাতের আঁধারে।



হেমন্তের ভোরে সবুজ ঘাসে
শিশির কণা যেমন লুকিয়ে থাকে
তেমনি চুপি চুপি;
কিংবা পাহাড়ের বুক থেকে
যেভাবে শীত আসে নেমে
তেমনি করে তুমি আসবে কি?



হয়ত কোনদিন আসবে না
পিছু ফিরে তাকাবে না
দেখবে না ছুঁয়ে নকল না খাঁটি,
তবু আমি রাত জাগা হব
তব পথ চেয়ে বসে রব
নিঃসঙ্গ একাকী।
যদি পথ ভুলে চলে আসো কোনদিন
এসে কড়া নাড়ো দরজায় ঠিকানাবিহীন
`প্রিয়তম, আমি এসেছি'।

অলংকরণ : সাদিক আহমেদ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর