thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮, ৮ আষাঢ় ১৪২৫,  ৬ শাওয়াল ১৪৩৯

সুজানকেই ভালোবাসেন হৃতিক!

২০১৭ ফেব্রুয়ারি ০৯ ২৩:২৭:০৩
সুজানকেই ভালোবাসেন হৃতিক!

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৪ সালে বিচ্ছেদ হয়ে গেছে হৃতিক রোশন ও সুজান খানের। কিন্তু তারপরেও কোনো তিক্ততা নেই তাদের সম্পর্কে। বরং তারা আগের মতোই ভালো বন্ধু। এক সঙ্গে ডিনারে যাচ্ছেন। দুবাইতে ছেলেদের নিয়ে এক সঙ্গে ছুটি কাটাচ্ছেন। আবার কখনও বা অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্নার সঙ্গে জুটি বেঁধে ঘুরতে যাচ্ছেন বিদেশে।

হৃতিকের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাবিল’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন সুজান। সে ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। হৃতিকের ভালো অভিনয়ের প্রশংসা করে মিডিয়ার সামনে মুখও খোলেন সুজান।

এ সব দেখে সম্প্রতি হৃতিকের কাছে জানতে চাওয়া হয়, আবার কি সুজানের কাছেই ফিরবেন তিনি? মুচকি হেসে হৃতিক জবাব দেন, ‘আমি আর সুজান সত্যিই খুব ভালো বন্ধু। আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরের যত্ন নিই— ব্যাস, এটুকুই।’

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে