thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭, ৯ চৈত্র ১৪২৩,  ২৩ জমাদিউস সানি ১৪৩৮

‘অভিনয়ই আমাকে মানুষের ভালোবাসা দিয়েছে’

২০১৭ ফেব্রুয়ারি ১০ ২২:০৭:২৬
‘অভিনয়ই আমাকে মানুষের ভালোবাসা দিয়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে বদি চরিত্রে অভিনয় করেছিলেন। এখনো অনেকে তাকে সেই বদি নামেই ডাকে। একসময়ের বিটিভির প্রিয় শিল্পী আব্দুল কাদের অনেক দিন ধরেই মিডিয়ায় অনুপস্থিত। ব্যক্তিজীবনের ব্যস্ততার জন্যই তিনি এখন আর টিভি নাটকে অভিনয় করেন না।

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে আজ শুক্রবার ভোট দিতে এসেছিলেন আব্দুল কাদের। শিল্পকলা একাডেমি চত্বরে এই অভিনেতা মুখোমুখি হয়েছিলেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, ‘এখন আর টিভি নাটকে অভিনয় করছি না। মাঝে মাঝে অনুরোধের কারণে দু-একটা কাজ করতে হচ্ছে। আসলে এখন টিভি নাটকের মানও আগের মতো নেই। তাছাড়া জীবনের কর্মব্যস্ততাও রয়েছে।’

টিভি নাটকের মান নিয়ে বিস্তারিত জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘এটা সংক্ষেপে বলা যাবে না। দীর্ঘ সময় নিয়ে বলতে হবে।’

এখনো দেশে আব্দুল কাদেরের অভিনয়ের ভক্ত এদেশের লাখো মানুষ। সবাই চায় প্রিয় অভিনেতা আবারো নিয়মিত অভিনয় করুক টিভি মাধ্যমে।

আব্দুল কাদের বলেন, ‘ভালো গল্প এবং নির্মাতা পছন্দ হলে নিশ্চয় অভিনয় করবো। অভিনয়ই আমাকে মানুষের ভালোবাসা দিয়েছে’।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে