thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সমীরের সঙ্গীতায়োজনে তামান্নার ‘ধুসর বিকেল’

২০১৭ ফেব্রুয়ারি ১২ ০৯:১২:১৮
সমীরের সঙ্গীতায়োজনে তামান্নার ‘ধুসর বিকেল’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সঙ্গীত নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এসকে সমীর। এবারের বসন্তে সমীরের ফিচারিংয়ে সুরঞ্জলির ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে তামান্নার তিন গান নিয়ে ইপি অ্যালবাম ‘ধুসর বিকেল’। গানগুলো লিখেছেন ডাক্তার ইলা ,ফিরোজ কবির ডলার ও বিদ্যুৎ রায়।

এর মধ্যে ২টি গানের সুর করেছেন ডলার ও একটি গান সুর করেছেন ডলার ও সমীর। সব কটি গানের সঙ্গীত পরিচালনা করেছে এস কে সমীর । গানগুলো হলো— ‘বন্ধু তুই’, ‘ধুসর বিকেল’, ‘জানি না কখন’। এটি তামান্নার প্রথম অ্যালবাম।

অ্যালবাম প্রসঙ্গে তামান্না বলেন, ‘সঙ্গীত ভালোবাসি। ক্ল্যাসিক্যাল শিখেছি, এখনও শিখছি। প্রথম অ্যালবামে চেষ্টা করেছি ভালো কিছু করার।’ এসকে সমীর বলেন, ‘তামান্নার গায়কী অনেক সুন্দর। যা শ্রোতারা তার গানশুনলেই বুঝবেন। গানগুলো অনেক যত্ন নিয়ে তৈরী করেছি। ভালো গায়কীর একজন শিল্পীর অভিষেক হতে যাচ্ছে।’

নিজের অ্যালবাম’সহ বেশ কিছু মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে সমীরের সঙ্গীতায়োজনে। সর্বশেষ সমীরের ফিচারিংয়ে মমতাজ ও ফজলুর রহমান বাবুর দ্বৈত অ্যালবাম ‘শূণ্যবাড়ি’ প্রকাশ হয়। ২০০৮ সালের শেষের দিকে প্রকাশ হয় সমীরের প্রথম একক অ্যালবাম ‘ঘুম’।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/ফেব্রুয়ারি ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর