thereport24.com
ঢাকা, বুধবার, ২০ জুন ২০১৮, ৬ আষাঢ় ১৪২৫,  ৫ শাওয়াল ১৪৩৯

ভিডিওতে আসছে ন্যানসির ‘বন্ধু’

২০১৭ ফেব্রুয়ারি ১২ ০৯:১৭:১৭
ভিডিওতে আসছে ন্যানসির ‘বন্ধু’

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবারের বসন্তে মন মাতাবে ন্যান্সির নতুন মিউজিক ভিডিও ‘বন্ধু’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন ডিজে রাহাত। সুর করেছেন রিয়াদ হাসান।

গানটির কথাগুলো এমন- ‘ঝরে যাওয়া পাতার মত উড়ছি আজ উঠোনে/ মরে যাওয়া কথার মত পুড়ছি আজ গোপনে/ আলোয় রাখা হাত/ সরে গেছে হঠাৎ/ বন্ধু বন্ধু./ তোমার দুচোখে আমি আবার হতে চাই সুপ্রভাত’।

অ্যাডবক্সের ব্যানারে গত ঈদে প্রকাশিত ‘ডিজে রাহাত উইথ স্টারস’ অ্যালবামের গান এটি। সম্প্রতি ঢাকার একটি লোকেশনে গানটির ভিডিওর শুটিং হয়। এটি নির্মাণ করেছেন রম্য খান। মডেল হিসেবে রয়েছেন দুজন নতুন মুখ। গায়িকা ন্যান্সি এবং ডিজে রাহাতকেও দেখা যাবে ভিডিওতে।

অ্যাডবক্সের নিজস্ব ইউটিউব চ্যানেলে ১৪ ফেব্রুয়ারি ‘বন্ধু’ গানটির ভিডিও প্রকাশ করা হবে।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/ফেব্রুয়ারি ১২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে