thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ফলোঅন এড়াতে পারলো না বাংলাদেশ

২০১৭ ফেব্রুয়ারি ১২ ১০:২৬:৫০
ফলোঅন এড়াতে পারলো না বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো না করতে পারলেও শেষটা ভালোই করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে ফলোঅন এড়ানোর লড়াই করছিল দল। তবে চতুর্থ দিনের প্রথম ওভারেই ফিরে গিয়েছেন মিরাজ। আর শেষ উইকেট হিসেবে বিদায় নিয়েছেন মুশফিকও। ফলে বাংলাদেশের প্রথম ইনিংস ৩৮৮ রানেই গুটিয়ে গিয়েছে।

তৃতীয় দিনে চাপের মুখে বেশ ভালোই ব্যাট করছিল মুশফিক ও মিরাজ। অভিজ্ঞ মুশফিককে পূর্ণ সমর্থন করে চলছিলেন উঠতি এই অলরাউন্ডার মিরাজ। তবে চতুর্থ দিনের শুরুতেই ব্যক্তিগত ৫১ রানে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে বিদায় নিয়েছেন মিরাজ। ফলে মুশফিকের সঙ্গে তার ৮৭ রানের জুটিটি ভাঙে। তবে এর আগেই মিরাজ নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন।

মিরাজের বিদায়ের পর মাত্র ১০ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন তাইজুল ইসলামও। তবে অপর প্রান্তে দৃঢ়তার সঙ্গে ব্যাট করে চলছিলেন মুশফিক। যার ফলে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।শতক উদযাপনে ২৩৬টি বল মোকাবেলা করেছেন মুশফিক। আর এতে ছিল ১৩টি চার ও ১টি ছক্কার মার।

তবে মুশফিক একপ্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়া লেগেই থাকে। নবম উইকেট হিসেবে তাসকিন আহমেদও ফিরে যান সাজঘরে। তিনি স্কোরবোর্ডে মাত্র ৮ রান জমা করতে পেরেছেন।

এরপর মুশফিকের সঙ্গে কামরুল ইসলাম রাব্বি যোগ দেন। এ দু’জনের সুবাদের ইনিংসটা আরও একটু লম্বা হওয়ার আশা করলেও তা হয়ে উঠেনি। অশ্বিনের বলটি মুশফিক উইকেটরক্ষকের হাতে জমা দিয়ে বিদায় নিলে ২৯৯ রানের পিছনে থেকেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। আউট হওয়ার আগে মুশফিক ১২৭ রান সংগ্রহ করেন।

ভারতের হয়ে উমেশ যাদব তুলে নিয়েছেন ৩টি উইকেট। আর দুইটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট পেয়েছেন ভু্বনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মা।

এর আগে প্রথমে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৬৮৭ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে স্বাগতিক ভারত।

(দ্য রিপোর্ট/এনপিএস/ফেব্রুয়ারি ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর