thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

নড়াইলে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

২০১৪ ফেব্রুয়ারি ২১ ০৯:৫৩:৩১
নড়াইলে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইলের জেলা প্রশাসক আব্দুল গাফফার খান। এরপর পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. মনির হোসেন, জেলা পরিষদের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রায়হান কাওছার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, ছাত্রদল, প্রাথমিক শিক্ষা বিভাগ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, সরকারি মহিলা কলেজ, আব্দুল হাই সিটি কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চেম্বার অব কমার্স, জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন, জেলা বঙ্গবন্ধু পরিষদ, জেলা রেস্তোরা মালিক সমিতি, জেলা পাবলিক লাইব্রেরি, নড়াইল প্রেসক্লাব, বিনির্মাণ, এডাব, গণজাগরণ মঞ্চ, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ ছাড়া উপজেলা শহরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকালে শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি ও প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন। মহান শহীদ দিবস উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/ইইউ/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর