thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮, ৮ আষাঢ় ১৪২৫,  ৬ শাওয়াল ১৪৩৯

সানি লিয়নের চুলে ক্লিপ পরালেন শাহরুখ (ভিডিওসহ)

২০১৭ ফেব্রুয়ারি ১২ ১৮:৩১:২৪
সানি লিয়নের চুলে ক্লিপ পরালেন শাহরুখ (ভিডিওসহ)

দ্য রিপোর্ট ডেস্ক : সানি লিয়নের চুলে নিজ হাতে ক্লিপ বেঁধে দিয়েছেন শাহরুখ খান। শুধু ক্লিপ বাঁধা না, এলোমেলো চুলগুলো ঠিকঠাক করে দিয়েছেন তিনি।

আলোচিত রেইস সিনেমার লাইলা মে লাইলা গানের শুটিংস্পটে এমন দৃশ্য দেখেছেন সহশিল্পীরা। সম্প্রতি লাইলা গানের মেকিং ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়েছে, সেখানে এ দৃশ্য চলে এসেছে।

মেকিং ভিডিওতে সংশ্লিষ্টরা বললেন, কিভাবে গানটি নির্মাণ করা হয়েছে। মাঝ দৃশ্যে হাজির হন শাহরুখ, উপস্থিত হয়ে নাচের আগে সানির সঙ্গে ভালোমতো হ্যান্ডশেক করেন।

সহশিল্পী হিসেবে শাহরুখকে পেয়ে দারুণ খুশি সানি। তার প্রতিক্রিয়া তিনি বলেন, খুব খুশি। ভীষণ ভালো লাগছে। বিশেষ করে এই গানে কাজ করতে পেরে।

নাচের এক পর্যায়ে সানির চুল এলোমেলো হয়ে যায়, তখুনিই শাহরুখ নিজ হাতে ক্লিপ লাগিয়ে দিলেন সানির চুলে। শাহরুখের এমন ভূমিকায় অবাক হয়ে যান সবাই।

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে রেইস। শাহরুখের সঙ্গে এখানে অভিনয় করেছেন পাক অভিনেত্রী মাহিরা খান। আর লাইলা গানে প্রথমবারের মতো শাহরুখের সঙ্গে হাজির হয়েছেন সাবেক পর্নস্টার সানি লিওন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেখে নিন ভিডিওটি-

(দ্য রিপোর্ট/এফএস/ফেব্রুয়ারি ১২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে