thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

পাবনায় শহীদ মিনারে জনতার ঢল

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১১:০৬:১৮
পাবনায় শহীদ মিনারে জনতার ঢল

পাবনা প্রতিনিধি : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে পাবনা শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছায় ভাষাসৈনিকদের স্মরণ করেছেন।

জেলা পরিষদের পক্ষে প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ পুষ্পার্ঘ অর্পণ করেন।

এরপর পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, সদর ও পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা ও পৌর বিএনপি, জেলা মহিলা দল, পাবনা পৌরসভা, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্র দল, জেলা যুবদল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, আদর্শ মহিলা কলেজ, জেলা কারাগার, পাবনা রোটারি ক্লাব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা স্কুল, হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ আমিন উদ্দিন আইন কলেজ, জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ, গণপূর্ত বিভাগ, জয়কালী মন্দির, সিপিবি, বাসদ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, মেসার্স ধ্রুব কনস্ট্রাকশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, এলজিইডি, জেলা আনসার-ভিডিপি, একুশে বইমেলা উদযাপন পরিষদ, পাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকসারার্স গ্রুপ, কৃষিবিদ ইনস্টিটিউশন জেলা শাখা, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ছাত্রদল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, ছাত্রলীগ শহীদ বুলবুল কলেজ শাখা, জাতীয় গণফ্রন্টসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল থেকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ দেশাত্মবোধক গান গেয়ে, জাতীয় পতাকা হাতে, পায়ে হেঁটে নানা বয়সী মানুষ শ্রদ্ধা জানান।

এদিকে মাতৃভাষা উদযাপন উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/একে/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর