thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

নামাজের গুরুত্ব

২০১৭ ফেব্রুয়ারি ১৩ ১৩:৫৭:১৯
নামাজের গুরুত্ব

দ্য রিপোর্ট ডেস্ক : আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, একামত শুনিয়া ছোটাছুটি করিয়া আসিবে না; শান্তি, শৃঙ্খলা ও গাম্ভীর্যের সহিত নামাজে আসিবে। (ইমামের সঙ্গে নামাজ) যতটুকু পাইবে পড়িবে। আর যাহা ছুটিয়া গিয়াছে উহা পরে পূরণ করিবে। ( অবশ্য একামতের পূর্বেই জামাত স্থলে উপস্থিত থাকা উত্তম।

(বোখারী শরীফ)

আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করিয়া বলেন, আমার এরূপ ইচ্ছা হয় যে, আজানের পর কাহাকেও ইমাম বানাইয়া নামাজ আরম্ভ করিবার আদেশ দেই এবং আমি ঐ সমস্ত লোকদের বাড়ি খুঁজিয়া বাহির করি যাহারা নামাজের জামাতে শরিক হয় নাই এবং কাহারও দ্বারা জ্বালানি কাঠ আনাইয়া ঐ ব্যক্তিরা ঘরে থাকা অবস্থায় তাহাদের বাড়ি-ঘরে আগুন লাগাইয়া দেই।

রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষোভ প্রকাশ করিয়া বলেন, খোদার কসম বহু লোক এমনও আছে যে, সামান্য কিছু শিরনী পাওয়ার আশা থাকিলে তাহারা রাত্রিকালে এশার সময়ও মস্‌জিদে আসিতে কুণ্ঠিত হয় না। কিন্তু জামাতের প্রতি ততটুকু আকৃষ্টও হয় না। (বোখারী শরীফ )

(দ্য রিপোর্ট/এনআই/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর