thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রঙে বইমেলা

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১২:১৭:৫৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রঙে বইমেলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান একুশে ফেব্রুয়ারি আজ শুক্রবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের চেতনাময় একুশে বইমেলা পরিণত হয়েছে বাঙালির গ্রন্থের মেলায়।

আজকের এই দিনে বইমেলায় লেগেছে একুশের রং। শুক্রবার সকাল ৮টায় অমর একুশে গ্রন্থমেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে পাঠক-দর্শনার্থীরা যেন সরাসরি বইমেলায় আসতে পারেন, সে সুবিধার জন্যই প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বইমেলা সকাল ৮টা থেকে শুরু হয়।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলায় যেন বাঁধ ভাঙা জোয়ার। পাঠক, লেখক, সাহিত্যিক ও দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে বইমেলা। আজকে বইমেলার প্রবেশদ্বারে পাঠক-দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করার মত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় মানুষের চাপে জনাকীর্ণ হয়ে উঠছে।

নিজের পরিবারকে সঙ্গে নিয়ে বইমেলায় এসেছেন লাইমা শেখ। নিজের সন্তানকে পছন্দের বই কিনে দিতে দিতে দ্য রিপোর্টকে বলেন, কত রক্তপাতের পর এ দেশটি অর্জিত হয়েছে তা আমাদের সন্তানদের জানাতেই ওদের নিয়ে শহীদ মিনারে এলাম। ভাবলাম এসেছি যখন মেলাটাও ঘুড়ে যাওয়া যাক।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার বিভিন্ন স্টল ও স্টলের বিক্রেতারাও একুশে সাজে সেজেছে।

একুশের চেতনায় আজ সারাদেশ মৃদু স্বরে গাইছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

আ-মরি বাংলা ভাষা এর সর্বশেষ খবর

আ-মরি বাংলা ভাষা - এর সব খবর