thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বিশ্ব ভালোবাসা দিবসে ফেসবুকের ‌‌‍‍‍‍‌‌‌‌উপহার

২০১৭ ফেব্রুয়ারি ১৩ ২৩:০৬:৫৫
বিশ্ব ভালোবাসা দিবসে ফেসবুকের ‌‌‍‍‍‍‌‌‌‌উপহার

দ্য রিপোর্ট ডেস্ক : প্রায় নতুন নতুন ফিচার যুক্ত করে সবাইকে চমক দিচ্ছে ফেসবুক। সামনে ভ্যালেন্টাইন ডে। আর বিশেষ এই দিনটা উপলক্ষ্যে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া চমক দেওয়ার জন্য নতুন কিছু আনবে না, তা কি হয়। তাই এবার ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের আয়োজন করছে ফেসবুক।

১৩ ফেব্রুয়ারি থেকে নিউজ ফিডে মেসেজ আসবে পপ আপ আকারে। সেখানে আপনাকে ‘হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে’ জানানো হবে। পাবেন অনেকগুলো ভার্চুয়াল কার্ড। এসব কার্ড আপনি আপনার বন্ধু ও প্রেমিক-প্রেমিকাকে পাঠাতে পারবেন। কাজেই ভ্যালেন্টাইন্স ডে’র মেসেজে ঠাসা নিউজ ফিডের জন্য তৈরি হয়ে যান।

ফেসবুক জানায়, এই কার্ডগুলো নিউইয়র্ক এবং লন্ডনের শিল্পীদের একটি দল ডিজাইন করেছে। এমনকি যারা এই বিশেষ দিনটিকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করেন, তারাও যথেষ্ট আগ্রহী হয়ে উঠবেন।

গত বছর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ২৫ শতাংশ বেশি মানুষ ফেসবুকে ব্যস্ত ছিলেন। এরা দিনটির দু’সপ্তাহ আগে থেকেই ব্যস্ত হয়ে পড়েন। ভালোবাসার এই দিনটিকে তাই বিশেষ গুরুত্বের সঙ্গে নিয়েছে ফেসবুক।

(দ্য রিপোর্ট/এফএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর