thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮, ১০ বৈশাখ ১৪২৫,  35 রজব ১৪৩৯

সোনাক্ষীর এনগেজমেন্ট?

২০১৭ ফেব্রুয়ারি ১৩ ২৩:২৮:৫৯
সোনাক্ষীর এনগেজমেন্ট?

দ্য রিপোর্ট ডেস্ক : অনেকদিন ধরেই শোনা যাচ্ছে সোনাক্ষী সিনহা ও বান্টি সচদেহ নাকি সম্পর্কে আছেন। একসঙ্গে অনেক সময়ই তাদের দেখা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে তারা নাকি এনগেজমেন্ট সারতে চলেছেন।

সূত্রের খবর, সালমান খানের পরিবারের সঙ্গে প্রায়ই সোনাক্ষীকে সময় কাটাতে দেখা যাচ্ছে। বান্টি সোহেল খানের শ্যালক। সীমার ভাই। শোনা যায়, গত বছর অাগস্ট নাগাদ সোনাক্ষীকে নাকি প্রোপোজ করেন বান্টি। আর সোনাক্ষীও নাকি সময় নষ্ট করেননি। অ্যাকসেপ্ট করে নেন প্রোপোজাল।

এও শোনা গিয়েছিল, ফেব্রুয়ারিতেই নাকি হবে তাদের এনগেজমেন্ট। সোনাক্ষী নাকি তার সামনের প্রজেক্ট থেকে কিছু ডেট কাটছাঁট করেছেন। যেগুলো হাতে আছে, সেই ছবিগুলো শেষ করার জন্য তাড়াহুড়ো করছেন। শুধু তাই নয়, ছবির অফারও নাকি ছেড়ে দিচ্ছেন।

নুরের পর সুনীল সিপ্পির সঙ্গে একটি ছবি করছেন সোনাক্ষী। শুটিংও শুরু হয়ে গেছে। কিন্তু তারপর আর কোনো ছবি নাকি হাতে নেননি সোনাক্ষী। বান্টি নাকি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চান।

তবে সোনাক্ষীকে যতবার তার সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে, প্রতিবারই তিনি তা অস্বীকার করেছেন। বলেছেন, যা রটছে তার সবটাই গুজব। তিনি এসব গুজবে পাত্তা দিতে চান না।

কিন্তু যদি কখনও তার পরিবার বা বন্ধুদের উপর এর প্রভাব পড়ে, তাহলে তিনি মুখ খুলবেন। আর আজ পৃথিবী এমন জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে একটি টুইটই অনেক।

(দ্য রিপোর্ট/এফএস/এনআইফেব্রুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে