thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

পয়েন্ট কমেও আগের স্থানে বাংলাদেশ

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১৫:০৬:৪৭
পয়েন্ট কমেও আগের স্থানে বাংলাদেশ

দ্য রিপোরট ডেস্ক : বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্টটি শেষ হওয়ার পর ক্রিকেটেরে সর্বোচ্চ সংস্থা আইসিসি দলীয় র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে ভারতের রেটিং পয়েন্ট ১ বেড়েছে। অন্যদিকে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১ কমলেও তারা আগে অবস্থানেই রয়েছে।

ভারতের বিপক্ষে টেস্টের আগেও বাংলাদেশ টেবিলের নবম স্থানে ছিল। ১ পয়েন্ট কমে ৬১ পয়েন্ট নিয়ে এখনও তাদের অবস্থান একই। টেবিলের শীর্ষে রয়েছে ভারত। তাদের বর্তমান রেটিং পয়েন্ট এখন ১২১। আর ১০৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০৭।

এদিকে চার থেকে আট নম্বরে থাকা বাকিদের পয়েন্ট যথাক্রমে ইংল্যান্ড ১০১, নিউজিল্যান্ড ৯৮, পাকিস্তান ৯৭, শ্রীলঙ্কা ৯২ আর ওয়েস্ট ইন্ডিজ ৬৯। দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ০৫।

(দ্য রিপোর্ট/এনপিএস/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর